১০০ রানের আগেই শেষ হবে লঙ্কানরা

নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার বিশ্বকাপের আজকের ম্যাচে মাঠে তান্ডব চালাচ্ছে শ্রীলঙ্কান বোলাররা। আর এই ম্যাচে কিউই বোলারদের তান্ডবে ১০০ রানের আগেই অল আউট হওয়ার উপক্রম হয়েছে দলটির।

ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। আউট হন লাহিরু থিরিমানে। হেনরির করা প্রথম বলে চার মারার পর দ্বিতীয় বলেই এলবি হয়ে ফিরে যান। যদিও রিভিউ নিলেই বেঁচে যেতেন থিরিমানে।

এরপর আরেক ওপেনার করুনারত্নের সাথে মিলে কুশাল পেরেরা দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু সেই হেনরির বলেই কুশাল পেরেরার বিদায়ের পর উইকেটের মিছিল চলতে থাকে লঙ্কানদের। দলীয় ৪৬ রানে ব্যক্তিগত ২৯ রান করে আউট হন কুশাল পেরেরা।

পরের বলে উইকেটে এসেই আউট হন কুশাল মেন্ডিস। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান হেনরি। তবে হ্যাটট্রিক না হলেও দলীয় ৫৩ রানের মাথায় আবারও উইকেট তুলে নেয় নিউজিল্যান্ড। এবার বোলার লুকি ফার্গুসন। তার ভয়ানক এক ইনসুইংয়ে ফিরে যান ধনাঞ্জয়া।

এরপর দলীয় ৫৯ রানের মাথায় গ্র্যান্ডহোমের শিকার হয়ে কোন রান না করেই ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। এক রান যোগ করতেই ফার্গুসনের বলে আউট হয়ে যায় জীবন মেন্ডিস।

মাত্র ৬০ রানেই ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা এখন লড়াই করছে করুনারত্নে ও থিসারা পেরেরার ব্যাটে। তাদের দলীয় রান ৮২।