১২ আগস্ট হতে পারে ঈদ-উল-আযহা

আগামী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা উদযাপিত হতে পারে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোর্তিবিদ্যা কেন্দ্র (আইএসি)।

সংস্থাটির পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত বলেন, এবার চন্দ্র মাস জিলহজের নতুন চাঁদ দেখা নিয়ে কোনও ধরনের বিতর্ক হবে না।

তিনি বলেন, আরব বিশ্বের অধিকাংশ দেশ ও ইসলামিক সেন্টার টেলিস্কোপ এবং খালি চোখেই সহজে এবং পরিষ্কারভাবে জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাবে।

সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যে আগামী ১ আগস্ট আরবি জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ-উল-আযহা হবে।

সে অনুযায়ী আগামী ১২ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হবে। কেননা বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানের মানুষজ সাধারণ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করে। সে হিসেবে এসব দেশে আগামী ২ আগস্ট জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার কথা।