২০২২ বিশ্বকাপে অনিশ্চিত মেসি

ক্লাব ক্যারিয়ারে অনেক কিছু জিতেছেন। কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনো তার অর্জনের খাতাটা শূন্য। আর সেই শূন্যতার কারণেই হয়তো জাতীয় দলকে বিদায় জানাতে পারেন লিওনেল মেসি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার এই তারকা।

ফক্স স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, “অবসর নেয়ার আগে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আমি কিছু জিততে চাই অথবা যতবার সম্ভব চেষ্টা করতে চাই।”

“আমি এমন অনুভুতি নিয়ে বিদায় নিতে চাইনা যে এটি ঘটেনি।”

“আমি জানিনা, আমি কাতার বিশ্বকাপে যাব কিনা। ইশ্বরই সিদ্ধান্ত নিবে এই সুযোগ আমাকে দিবে কি না।”

“এখন আমি ভালো অনুভব করছি। শারীরিক ভাবেও খুব ভালো আছি। কিন্তু আমার বয়স এখন ৩২। আমি জানিনা কতদূর যেতে পারব।”

“অনেক কিছুই হতে পারে। তবে আমি আশা করব মারাত্মক কোন ইনজুরি হবে না।”