এবার আর অবসর নিচ্ছেনা মেসি

কোপা আমেরিকায় অনেক আশা নিয়েই এসেছিলেন লিওনেল মেসি। চেয়েছিলেন জিততে। কিন্তু সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরে শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাদের।

এরপরই প্রশ্ন উঠে ভক্ত মহলে, মেসি কি জাতীয় দলে খেলবে? নাকি অবসর নিয়ে নিবেন এবার পাকাপাকি ভাবেই?

কোপা আমেরিকা শুরুর আগে একবার মেসি বলেছিল, আমি চাই জাতীয় দলের কিছু জিততে। ২০২২ বিশ্বকাপের অনেক দেরী। হতে পারে অনেক কিছুই। তবে কোপা আমেরিকার পর দেখব সব কিছু।

সেজন্যই ভক্তদের মনে আশঙ্কা ছিল মেসি না আবার অবসরের ঘোষণা দিয়ে দেন। তবে এবার ভক্তদের আর অন্তত শঙ্কায় থাকার দরকার নেই। মেসি এবার আর অবসর নিচ্ছে না।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শেষে মেসি জানিয়েছিলেন, সত্যিটা হচ্ছে আমি দলের সঙ্গে খুবই ভালো খেলেছি এবং যদি কোন ভাবে আমি দলকে সাহায্য করতে পারি তাহলে সেটাই করব। এটা দারুণ একটা দল হয়ে বেড়ে উঠতেছে। যদি আমি তাদের সঙ্গে যুক্ত থাকতে পাড়ি তাহলে থাকব।

মেসি আরও বলেন, দিগন্তে নতুন রেখা দেখা দিচ্ছে। আশা করি আমাদের তারা সমালোচনা করবে না। শ্রদ্ধা করবে। তাদের উচিত দলটাকে বেড়ে উঠতে দেয়া।