ঘৃনিত ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে উপমহাদেশের ক্রিকেটে ভারত বাংলাদেশ লড়াই মানেই অন্যরকম এক আমেজ। টান টান উত্তেজনা জমে থাকে আগেই যেমনটা ছিল ভারত-পাকিস্তান ম্যাচের সময়।

এখন ভারত পাকিস্তান ম্যাচে আর আগের মত আমেজ নেই। হয়তো রাজনীতির কারণে তাদের ম্যাচে অন্যরকম আবহ পায়, কিন্তু যদি খেলার লড়াইয়ের কথা আসে তাহলে সেখানে এখন বাংলাদেশই ভারতের সবচেয়ে বড় প্রতিপক্ষ এশিয়াতে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক এখন অনেকটাই উত্তাপ। বিশেষ করে বাংলাদেশের ভক্তরা বিশ্বে এই একটি দলকেই সবচেয়ে বেশি ঘৃনা করে। সেটাও ২০১৫ বিশ্বকাপের পর থেকেই।

সেবার ভারতের বিপক্ষে বিতর্কিত এক ম্যাচে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে বেশ কিছু ভুল সিদ্ধান্ত দিয়েছিল আম্পায়াররা এবং সেগুলো ভালো কর যাচাই না করেই। তারপর থেকেই দুই দেশের ক্রিকেট এখন অন্যরকম এক মাত্রা পায়।

সেই ভারতের বিপক্ষে আজকে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের সেমিফাইনালের আগে আরেক সেমিফাইনালই বলা যায় বাংলাদেশের জন্য এই ম্যাচটি।

আজকের ম্যাচে জিতলে টিতে থাকবে টাইগারদের সেমির স্বপ্ন। হারলেই নিতে হবে বিদায়। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।