তামিমের কারণে বাদ রিয়াদ

জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনেই বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ্য এবং দুজনেই দলের অসংখ্য ইতিহাসের সাক্ষী।

কিন্তু জাতীয় দলে দুজনে এক হয়ে লড়াই করলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার ব্যাতিক্রম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দুজনেই আইকন ক্রিকেটার। যার কারণে দুজনেই খেলেন দুই দলের হয়ে।

গতবার তামিম ইকবাল খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। ফাইনালে একাই ম্যাচ জিতিয়েছেন এক দানবীয় ইনিংস খেলে। অন্যদিকে রিয়াদ ছিলেন খুলনা টাইটান্সে। তার দল হয়েছিল টুর্নামেন্টে সাত দলের মধ্যে সপ্তম।

আগামী বিপিএলে ঘটতে যাচ্ছে ব্যাতিক্রম। তামিম ইকবাল কুমিল্লা ছেড়ে যোগ দিবেন খুলনা টাইটান্সে। আর একই দলে দুজন আইকন ক্রিকেটার খেলতে পারেনা। তাই বাধ্য হয়েই অন্য দলে যেতে হবে মাহমুদউল্লাহ রিয়াদকে।