প্রমীলা বিশ্বকাপ ২০১৯ এর সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল। সর্বশেষ দল হিসেবে গতকাল সেমিফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ড ও সুইডেন।
নেদারল্যান্ড নারীরা ইতালিকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। অন্যদিকে সুইডেন ২-১ গোলে হারায় জার্মানীকে।
এর আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাস্ট্র।
সেমিফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। আর সুইডেন মুখোমুখি হবে নেদারল্যান্ডের।