চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান করে পাকিস্তান।
৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরগতিতে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ দল। কিন্তু বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত করেন আমির। ২২ রান করে আমিরের বলে ফখরের দুর্দান্ত ক্যাচে সাঝঘরে ফিরেন সৌম্য।
অন্যদিকে ২১ বলে ৮ রান করে শাহীন আফ্রিদির বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন তামিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৯ রান।