বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফর্মেন্স দেখে এই বাংলাদেশ দলকে ভয়ংকর দল বলেই অভিহিত করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
তবে বাংলাদেশ দলকে ভয়ানক দল বললেও দলটি এখনো সেরা হতে পারেনি বলেই মনে করেন ভারতের সাবেক এই তারকা।
২০১৫ বিশ্বকাপের পর থেকেই পুরোপুরি পাল্টে গেছে বাংলাদেশ। এরপর এশিয়ায় ভারতের পর দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমান করেছে মাশরাফির দলটি। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও সেমিফাইনালে উঠেছিল।
এবার ২০১৯ সালে এসে ইতিহাসে প্রথমবারের মত ত্রিদেশীয় সিরিজের শিরোপাও জিতে টাইগাররা। আর বিশ্বকাপে তো ইতিহাসই সৃষ্টি করার পথে চলে এসেছিল টাইগাররা। কিন্তু লড়াই করেও শেষ পর্যন্ত সেমিতে যাওয়া হয়নি।
বাংলাদেশের এবারের বিশ্বকাপে পারফর্মেন্স নিয়ে গাঙ্গুলী বলেন, বাংলাদেশ সব সময় ভয়ংক দরল। তারা হয়তো সেরা দল হয়ে উঠেনি। তবে তারা ভয়ংকর দল।