বিশ্বকাপের সেমিফাইনালে উঠল যে চার দল

ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে যাবে চার দল। গ্রুপ পর্বে ১০ দলের এই লড়াইয়ে এরই মধ্যে তিনটি দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে।

এই তিনটি দল হল অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড। অন্য দলটি নিশ্চিত ভাবেই হতে যাচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে বাদ করতে হলে অসম্ভব এক সমীকরণ মেলাতে হবে। ক্রিকেট বিশ্বে এই সমীকরণ মেলানোটা অন্তত আপাত দৃষ্টিতে সম্ভব বলে মনে হচ্ছে না।

তবে যদি একেবারেই ভুতুরে কিছু হয় তাহলেই কেবল সম্ভব। পাকিস্তান যদি বাংলাদেশের সাথে প্রথমে ব্যাটিং করে অন্তত ৩৫০ রান করে এবং তারা ৩১১ রানে জিতে তাহলেই সম্ভব।

তাই বলা যায় সেমিফাইনালের চারটি দলই নিশ্চিত হয়ে গেছে। এরমধ্যে ইংল্যান্ডের তৃতীয় হওয়া এবং নিউজিল্যান্ডের চতুর্থ হওয়াও তাহলে নিশ্চিত।

লড়াই হচ্ছে প্রথম ও দ্বিতীয় স্থানের জন্য। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। জিতলে তারা থাকবে শীর্ষে। যদি অস্ট্রেলিয়া হারে এবং ভারত তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সাথে জিতে তাহলেই শীর্ষে উঠে যাবে ভারত ও দুইয়ে নেমে যাবে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৪ ও ভারতের পয়েন্ট ১৩।