বিশ্বকাপে একটি জায়গায় এখনো শীর্ষে মুস্তাফিজ

বিশ্বকাপে এবার সর্বোচ্চ উইকেট শিকার করেছেন মিশেল স্টার্ক। দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজ। তার উইকেট স্টার্কের থেকেও কম ৬টি। তবে একটি জায়গায় স্টার্ককেও পেছনে ফেলে দিয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার।

বিশ্বকাপে স্টার্ক দুইবার পাঁচটি করে উইকেট নিয়েছেন। তবে সেজন্য তিনি ম্যাচ খেলেছেন ৯টি। আর মুস্তাফিজ ৫টি করে উইকেট নিয়েছেন দুইবার। খেলেছেন স্টার্কের থেকে একটি কম ম্যাচ।

বিশ্বকাপে আর কোন তারকাই দুইবার পাঁচ উইকেট শিকার করতে পারেনি।

ভারতের পেসার সামি, অস্ট্রেলিয়ার, বেয়ারেনডর্ফ, নিউজিল্যান্ডের জিমি নিশাম, পাকিস্তানের মোহাম্মদ আমির ও বাংলাদেশের সাকিব আল হাসান একবার করে নিয়েছেন পাঁচটি করে উইকেট।