অপরাজিত চ্যাম্পিয়ন ব্রাজিল

কোপা আমেরিকার এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ফাইনালে তারা পেরুকে উড়িয়ে দিয়ে জিতেছে শিরোপা। ম্যাচে ৩-১ গোলে জয় লাভ করে ব্রাজিল।

ঐতিহাসিক মারাকানায় অনুষ্ঠিত হয়েছে এই ফাইনাল। আর এই মারাকানাতেই এবার হলুদ ঝড় দেখল ফুটবল বিশ্ব। ট্রাজেডির মারাকানায় আনন্দের স্রোত বইয়ে দিল জেসুস, এভারটনরা।

ম্যাচের ১৫ মিনিটেই প্রথম এগিয়ে যায় ব্রাজিল। এভারটনের গোলে প্রথম লিড পায় দলটি। তবে বিরতির আগেই ৪৪ মিনিটের সময় পেনাল্টি থেকে সমতা ফেরায় পেরু। গোলটি করেন জোসে পাওলো গুয়েরেরো।

তাদের আনন্দ অবশ্য প্রথমার্ধেই শেষ হয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে জেসুসের গোলে ফের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও আক্রমনাত্মক খেলতে থাকে ব্রাজিল। তবে এই অর্ধ্বে ৭০ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস। ব্রাজিল ১০ জনের দলে পরিণত হওয়ার পর কিছুটা চাপ বিস্তার করে পেরু। কিন্তু সেটা কোন বিপদ ঘটাতে পারেনি ব্রাজিলকে। উল্টো ম্যাচের ৯০ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে ৩-১ গোলের জয় এনে দেন রিচারলিশন।