আরেকবার তামিমের দিকে তাকিয়ে বাংলাদেশ

ইতিহাস ও পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান তামিমের। বিশ্বকাপ বা আইসিসির বড় কোন আসরেও তামিম ইকবালই ভারতের বিপক্ষে সবচেয়ে সফল ব্যাটসম্যান।

২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তামিমের ম্যাচের কথা এখনো মানে থাকার কথা সবার। সেই ম্যাচে ৫৩ বলে ৫১ রান করেছিলেন তামিম। জহির খানকে এগিয়ে এসে ছক্কা মারার দৃশ্য এখনো যেন চোখে লেগে আছে টাইগার ভক্তদের।

তারপর ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ভারতের রানের পাহাড়ের জবাবে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমে ৮৬ বলে ৭০ রান করেছিলেন তামিম।

২০১৫ সালে মেলবোর্নে ভারতের কাছে বিতর্কিত ম্যাচে বাংলাদেশ হারে ১০৯ রানে। সেই ম্যাচে ২৫ রান করেছিল তামিম।

এই তো গেল তিন বিশ্বকাপের খবর। এর বাইরে তামিম ইকবাল ২০১২ সালে এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৯৯ বলে ৭০ রান করেছিলেন। সেই ম্যাচে জিতেছিল বাংলাদেশ।

২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারিয়েছিল ২-১ ব্যবধানে। সেই সিরিজে প্রথম ম্যাচে তামিম ৬০ রান করেন।

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম ইকবাল করেছিলেন ভারতের বিপক্ষে ৮২ বলে ৭০।

এই তামিমের দিকে আরও একবার তাকিয়ে আছে বাংলাদেশ ও ক্রিকেট ভক্তরা।