ইতিহাসে নাম লেখালেন বাবর আজম

চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। আজ বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ৯৬ রান করেছেন তিনি। এরই ফলে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বিশ্বকাপের এক আসরে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে গেছেন তিনি। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ। তিনি ১৯৯২ বিশ্বকাপে ৯ ম্যাচে ৪৩৭ রান করেছিলেন।

২৭ বছর পর সেই রেকর্ড ভাঙ্গলেন বাবর। এই তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চমস্থানে আছেন যথাক্রমে সাইদ আনোয়ার, মিসবাহ উল হক ও রমিজ রাজা। ১৯৯৯ বিশ্বকাপে ১০ ম্যাচ খেলে ৩৬৮ রান করেছিলেন সাইদ আনোয়ার।

২০১৫ বিশ্বকাপে ৩৫০ রান করেছিলেন মিসবাহ উল হক এবং ১৯৮৭ বিশ্বকাপে ৭ ম্যাচে ৩৪৯ রান করেছিলেন রমিজ রাজা।