কোপা আমেরিকার ফাইনালে রাতে মাঠে নামছে ব্রাজিল-পেরু

কোপা আমেরিকার ফাইনালে ঐতিহাসিক মারাকানায় রাতে পেরুর বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। পেরুকে হারিয়ে নবম কোপা আমেরিকা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ব্রাজিল। অন্যদিকে তৃতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পেরু।

বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ২টায়। ২০০৭ সালে সর্বশেষ শিরোপার দেখা পাওয়া ব্রাজিল এখন পর্যন্ত আট বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে। অন্যদিকে সর্বশেষ ১৯৭৫ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল পেরু।

সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। অন্যদিকে চিলিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পেরু। স্বাগতিক হিসেবে কোপা আমেরিকায় ৪ বার অংশগ্রহন করে প্রতিবারই শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।

এই আসরেও ফেবারিট ব্রাজিল ফাইনালে আরেকটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তবে ফাইনালে পেরুকে সহজভাবে নিচ্ছে না তারা।