ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে সাকিব-মিরাজ

চলতি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একাই লড়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে বিশ্বকাপে ৮ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেন সাকিব। এরই ফলে এবার দারুণ সুখবর পেয়েছেন তিনি। ওয়ানডেতে সেরা ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন তিনি।

৩২ নম্বর অবস্থান থেকে এগিয়ে তিনি এখন উঠে এসেছেন ২২ নম্বরে। সাকিব ছাড়াও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৮ ইনিংসে ১ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে ৩৬৭ রান করেন মুশফিক। ২০ নম্বর পজিশন থেকে একধাপ এগিয়ে ১৯ নম্বর পজিশনে উঠে এসেছেন তিনি।

অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ তিন ধাপ এগিয়েছেন। ৪৮তম পজিশন থেকে ৪৫ নম্বর পজিশনে উঠে এসেছেন তিনি। তামিম ইকবাল আছেন ২৮ নম্বর পজিশনে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে আছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৭ ম্যাচে ৬ উইকেট পেলেও র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৬ নম্বর পজিশনে আছেন তিনি। ২৭ নম্বর পজিশনে আছেন সাকিব আল হাসান।