কয়েকটি কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

এবারের বিশ্বকাপে কয়েকটি ছোট ভুল বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। বিশ্বকাপ থেকে বাদ পড়ে এই ভুল গুলোর জন্যই আফসোস হচ্ছে সাকিব আল হাসানের।

বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে রান করেছিল কম। যদি আর ২০ রানও করতে পারত তাহলেই ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। কিন্তু মিডলঅর্ডার তারকারা পারেনি নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে। একই সাথে সেই ম্যাচে দারুণ এক রান আউটের সুযোগ মিস করেন মুশফিকুর রহীম।

নিউজিল্যান্ড তারকা কেন উইলিয়ামসনের সেই রান আউট মিসের খেসারত দিতে হয়েছে ম্যাচে হেরে।

এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যাচ মিস করেন সাব্বির রহমান। তিনি মিস করেছিলেন ডেভিড ওয়ার্নারের ক্যাচ। সেই ওয়ার্নার পরে ১৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে যা ম্যাচকে অনেক দূরে নিয়ে যায়।

এরপর ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ন ম্যাচে ক্যাচ মিস করেন তামিম। ৯ রানে জীবন দেন রোহিত শর্মাকে। সেই রোহিত শেষ পর্যন্ত করেন ১০০ রান।

এই তিনটি ম্যাচে তিনটি বিষয় যদি বাংলাদেশের পক্ষে আসত তাহলে আজকে বাংলাদেশকে এই দিন হয়তো দেখতেই হত না।