জোফরা আর্চারের তখন জন্মও হয়নি

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। গতকাল মহাগুরুত্বপূর্ন ম্যাচে নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের এই সেমিফাইনালে পৌছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রয়েছে জোফরা আর্চারের। বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের নাগরিক হওয়া আর্চার অনেক নাটকের পর বিশ্বকাপ দলে জায়গা পান। আর সেই জায়গা পাওয়া আর্চার বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। ১৭টি উইকেট নিয়েছেন তিনি। ইকোনোমি রেটও বেশ ভালো, ৪.৭৮।

মজার ব্যাপার হল ইংল্যান্ড এর আগে সর্বশেষ যে বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছিল সেসময় জন্মও হয়নি জোফরা আর্চারের। সর্বশেষ ইংল্যান্ড ১৯৯২ সালে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। সেবার অবশ্য তারা ফাইনালেও গিয়েছিল। কিন্তু পাকিস্তানের কাছে হেরেছিল ফাইনালে।

আর জোফরা আর্চারের জন্ম হয়েছে ১৯৯৫ সালে। ইংল্যান্ডের সেই বিশ্বকাপের ৩ বছর পর বারবাডোসে জন্মগ্রহন করেন তিনি। এবার সেই তারকার হাত ধরেই সেমিফাইনালে উঠল তারা।