তেজগাঁও কলেজের টি.এইচ.এম বিভাগের সেমিস্টার ও ল্যাব ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আজ শনিবার (৬ জুলাই) সকাল ১০.৩০ ঘটিকায় ঢাকা তেজগাঁও কলেজের অডিটোরিয়ামে সেমিস্টার ও ল্যাব ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০১৯ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের দলীয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ মোঃ মশিউর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলার (একাডেমিক), জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। ওরিয়েন্টেশন স্পিকার হিসাবে ছিলেন প্রফেসর ডঃ সৈয়দ রাশিদুল ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডঃ মোহাম্মাদ বিন কাশেম, ডিন(ভারপ্রাপ্ত), কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। ডঃ মোহাম্মাদ বদরুজ্জামান ভুঁইয়া, বিভাগীয় প্রধান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব টনি খান, সেলিব্রেটি শেফ, সভাপতি, শেফ ডেভেলপমেন্ট সোসাইটি। প্রফেসর মোঃ হারুন-আর রশিদ, উপাধ্যক্ষ (প্রফেসর ও একাডেমিক), তেজগাঁও কলেজ ঢাকা। প্রফেসর আঞ্জুমান আরা, উপাধ্যক্ষ (একাডেমিক-১), তেজগাঁও কলেজ ঢাকা। প্রফেসর মীর মোহাম্মাদ দেলওয়ার হুসাইন, উপাধ্যক্ষ (একাডেমিক-২), তেজগাঁও কলেজ ঢাকা। প্রফেসর মোঃ আবদুর রশীদ, অধ্যক্ষ, তেজগাঁও কলেজ ঢাকা।

বক্তব্যে অতিথি বৃন্দরা তেজগাঁও কলেজ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (THM) বিভাগের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। বক্তব্যে আরও বলেন, পর্যটন শিল্প এখন রমরমা। দেশে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের হোটেল। সেই সঙ্গে বাড়ছে দক্ষ কর্মীর চাহিদা। ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট একটি ক্রমবর্ধমান খাত। দেশের পর্যটনশিল্পের উন্নতির জন্য কাজ করছে সরকারের বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিটিসি)। দেশের বাইরেও আছে লোভনীয় চাকরির হাতছানি। এছাড়াও বক্তব্যে, কিভাবে তেজগাঁও কলেজ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান এর হাত ধরে (THM) টি.এইচ.এম পরিবার এগিয়ে যাচ্ছে তা নিয়েও প্রশংসা করেন।

এর আগে ফুল দিয়ে অতিথি বৃন্দদের শুভেচ্ছা জানায় তেজগাঁও কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।