নিউজিল্যান্ডের সামনে রানের পাহাড় গড়ছে ইংল্যান্ড

বিশ্বকাপে আজকে মহাগুরুত্বপূর্ন ম্যাচে মাঠে নেমেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আর এই মহাগুরুত্বপূর্ন ম্যাচে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়ার পথে এগিয়ে যাচ্ছে ইংলিশরা।

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে চাইলে আজকের এই ম্যাচে জিততেই হবে ইংল্যান্ডকে। হারলেই ঝুলে যাবে ভাগ্য। এমন সমীকরন সামনে রেখে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নামে ইংলিশরা।

ব্যাটিংয়ে নেমেই তান্ডব চালান দুই ইংলিশ তারকা জেশন রয় ও জনি বেয়ারস্টো। দুজনে মিলে ১২৩ রানের জুটি গড়েন মাত্র ১৮.৪ ওভারে। জিমি নিশামের বলে জেশন রয় আউট হলে ভাঙে এই জুটি। রয় ৬১ বলে ৬০ রান করে আউট হন।

রয় বিদায় নিলেও ঝড়ো ব্যাটিং করতে থাকেন বেয়ারস্টো। তাকে সঙ্গ দেন জো রুট। এই জুটিতে নিজের সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো।

তবে বেয়ারস্টো সেঞ্চুরি করার পরের বলেই বিদায় নেন জো রুট। বোল্টের বলে লাথামের হাতে ক্যাচ তুলে ২৪ রান করে আউট হন তিনি।

এরপর ব্যাটিংয়ে নামেন বাটলার। তিনি যোগ দেন বেয়ারস্টোর সাথে। তবে এই জুটিটাও বেশিক্ষন স্থায়ী হয়নি। দলীয় ২০৬ রানের মাথায় ব্যক্তিগত ১০৫ রান করে আউট হয়ে যান বেয়ারস্টো।