বিজয়ের সেঞ্চুরির পরেও অল্পেই অলআউট বাংলাদেশ

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচের প্রথম ম্যাচে গতকাল ৫ জুলাই মাঠে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান করেছিল বাংলাদেশ।

প্রথম দিন শেষে বিজয় ৫৩ ও আফিফ ৭ রানে অপরাজিচ ছিলেন। আজ দ্বিতীয় দিনে মাঠে নেমে বিজয় সেঞ্চুরি ও আফিফ হাফসেঞ্চুরির দেখা পেলেও বাকি কেউ মাঠে স্থায়ী হতে পারেনি। শেষ পর্যন্ত ২৫৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।

আফিফ ৫০ রান করে ফিরেন। অন্যদিকে বিজয় ১২১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের দেওয়া ২৫৪ রানের লক্ষ্যে ব্যাট করছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬২ রান।

আফগানিস্তান ‘এ’ একাদশঃ ওসমান গনি, ইব্রাহিম জাদরান, বাহির শাহ মাহবুব, নাসির জামাল (অধিনায়ক), শহীদুল্লাহ কামাল, আফসার জাজাই, শরফুদ্দীন আশরাফ, কাইস আহমদ, ইয়ামিন আহমাদজাই, ডারউইশ রসুলি, নবীন উল হক।

বাংলাদেশ ‘এ’ একাদশঃ ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম, জাকির হাসান, আফিফ হোসেন, রকিবুল হাসান, তানভির হায়দার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সুমন খান এবং সালাউদ্দিন শাকিল।