বিশ্বকাপে কোন ম্যাচে কত রান করল সাকিব দেখুন

এবারের বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। আর এই হারে বাংলাদেশের সেমিফাইনালের লড়াই শেষ হয়ে গেছে। আগামী ম্যাচটি বাংলাদেশের জন্য তাই কেবলই আনুষ্ঠানিকতা।

এদিকে বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই থেকে বিদায় নিলেও সাকিব আল হাসান নিজের আলোতে উজ্জল। ভারতের বিপক্ষে আরেকবার বল এবং ব্যাট হাতে তিনি দেখিয়েছেন তার ম্যাজিক।

বিশ্বকাপে এখন পর্যন্ত সাকিব আল হাসানের রান ৫৪২। বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান বাংলাদেশের এই অলরাউন্ডারের। এবারের বিশ্বকাপে অনেকগুলো রেকর্ডও করেছেন সাকিব। গড়েছেন ঐতিহাসিক কিছু রেকর্ড।

বিশ্বকাপে সাকিব আল হাসান প্রথম ম্যাচে করেছিলেন ৭৫ রান। দ্বিতীয় ম্যাচে করেন ৬৪ রান। তৃতীয় ম্যাচে তুলে নেন সেঞ্চুরি। করেন ১২১ রান। চতুর্থ ম্যাচে ফের সেঞ্চুরি করেন সাকিব। করেন ১২৪ রান।

পঞ্চম ম্যাচে গিয়ে অর্ধশতক বঞ্চিত হন সাকিব। করেন ৪১ রান। এরপর আবার টানা দুটি ম্যাচে দুটি অর্ধশতক তুলে নেন। করেন ৫১ ও ৬৬ রান।