বিশ্বকাপে ডট বলের সেরা তালিকায় সাকিব-মাশরাফি

২০০৭ সালে প্রথম বিশ্বকাপ খেলেছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছেন এই টাইগার অলরাউন্ডার। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে ২৯টি ম্যাচে বোলিং করেছেন তিনি। এই সময় সাকিব আল হাসান ৬৭৯টি ডট বল করেছেন।

সাকিব ২০০৭ সালে প্রথম বিশ্বকাপ খেললেও মাশরাফি প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৩ সালে। তিনিও সাকিবের সমান ৪টি বিশ্বকাপ খেলেছেন। এই চারটি বিশ্বকাপের ২৪টি ম্যাচে বোলিং করা মাশরাফি ৫৯০টি ডট বল দিয়েছেন।

বিশ্বকাপে ডট বলার দেয়ার তালিকায় সাকিব আল হাসান আছেন ৩ নম্বর পজিশনে। মাশরাফির পজিশন ছয় নম্বরে।

তালিকায় সবার উপরে আছে মালিঙ্গা। ২৮টি ম্যাচে বোলিং করা মালিঙ্গা ডট বল দিয়েছে ৭৮৭টি। সাবেক কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি ১৮ ইনিংসেই ডট বল দিয়েছেন ৬১৬টি।