ব্যর্থতার দায়ভার আমাকেই নিতে হবে : মাশরাফি

চলতি বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ দল। এরপর নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও হেরে যায় টাইগাররা। বিশ্বকাপ মিশন শেষ করে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল। সেমির স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ দলের সেমির স্বপ্ন পূরণ হয়নি।

৮ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ দল। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শেষ চারে উঠতে না পেরে দলের ব্যর্থতার দায়ভার নিজের কাঁধেই তুলে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ বাংলাদেশ সময় বিকাল ৫:২০ মিনিটে শেষে ফিরেছে বাংলাদেশ দল।

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন, ‘প্রত্যাশা পূরণ করতে পারিনি। বিশ্বকাপে দল ব্যর্থ হয়েছে। আর অধিনায়ক হিসেবে সেই ব্যর্থতার দায়ভার অনেকটাই আমার। আমি এর দায় নিচ্ছি, আমাকেই নিতে হবে। আমার জায়গায় অন্য কেউ হলে তাকেও নিতে হতো।’

তিনি আরো বলেন, ‘সমালোচনা হয়ই, এটা স্বাভাবিক। এত বড় টুর্নামেন্টের পর সমালোচনা হতেই পারে। আমরা যদি আরেকটু ভালো করতাম, তাহলে হয়তো ভিন্ন কিছু হতো।’

মাশরাফি আরো বলেন, ‘তরুণ খেলোয়াড়দের একনাগাড়ে দোষারোপ করা হয়। এটা ঠিক না। আমরা যারা বর্তমান সিনিয়র খেলোয়াড়, তারা যখন তরুণ ছিলাম তখন কিন্তু আমরা এতটা চাপ নিয়ে খেলিনি। তাই তাদের একতরফা দোষ দিয়ে লাভ নেই। তারা অনেক চেষ্টা করেছে।’