ব্রাজিলের ডিফেন্স ভাঙতে পারবে তো মেসিরা?

কোপা আমেরিকার সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ল্যাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৬:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা ম্যাচটিকে ঘোষণা দিয়েছেন সমান সুযোগ হিসেবে। অর্থাৎ দুই দলেরই সমান সুযোগ রয়েছে ফাইনালে উঠার জন্য।

ফাইনালে উঠতে হলে জিততে হবে। আর জিততে হলে গোল করতে হবে। কিন্তু প্রশ্নটা হল, ব্রাজিলের জালে কি আদৌ বল পাঠাতে পারবে আর্জেন্টিনা?

কোপা আমেরিকাতে এমনিতেই ছন্ন ছাড়া আর্জেন্টিনাকে দেখা গেছে। তার মধ্যে আবার ব্রাজিলের ডিফেন্স অনেকটাই ইস্পাত কঠিন ডিফেন্স। এই ইস্পাতের মত কঠিন ডিফেন্সের কারণে গোলকিপার অ্যালিসন অনেকটা সময়ই ম্যাচে থাকেন দর্শকের ভূমিকায়। যদিও বা কখনো ডিফেন্স ভেঙে বল নিয়ে প্রতিপক্ষের কেউ প্রবেশ করেছে, তখন অ্যালিসন তো রয়েছেই।

আর্জেন্টিনার তাই বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে এই ম্যাচে। মেসি, অ্যাগুয়েরু, মার্তিনেজ, দিবালাদের নিয়ে গড়া আর্জেন্টিনার আক্রমন ভাগ ব্রাজিলের রক্ষনভাগকে কতটা পরীক্ষার মধ্যে ফেলতে পারে সেটারই দেখার অপেক্ষা।