ব্রেট লি-শোয়েব আখতারদের টপকে গেলেন মোস্তাফিজ

চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান করে পাকিস্তান। এই ম্যাচে পাঁচ উইকেট শিকার করেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

এরই ফলে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজ। ওয়াকার ইউনিুস-ব্রেট লি-ডেনিশ লিলি-শোয়েব আখতারদের মতো কিংবদন্তিদের ছাড়িয়ে দ্রুততম ১০০ উইকেট শিকারের তালিকায় পাঁচে উঠে গেছেন মোস্তাফিজ। ৫৪টি ওয়ানডে ম্যাচে মোস্তাফিজের উইকেটসংখ্যা এখন ১০৩টি।

এই তালিকায় সবার উপরে আছেন আফগান তারকা রশিদ খান। তিনি মাত্র ৪৪ ম্যাচ খেলেই ১০০ উইকেটের মালিক হন। তালিকায় দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক এই মাইলফলক স্পর্শ করেছেন ৫২তম ওয়ানডেতে।

পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুস্তাক ৫৩ ওয়ানডে খেলে ১০০ উইকেট করে এই তালিকায় তৃতীয়স্থানে আছেন। নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড ৫৪টি ওয়ানডে খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন।