ভারতের শেষের ব্যাটিং নিয়ে যা বলল গ্যারি লিনেকার

৪০ ওভার শেষে ভারতের রান ৪ উইকেটে ২৩৪। জয়ের জন্য শেষ ১০ ওভারের ভারতের প্রয়োজন মাত্র ১০৪ রান।

ভারতের জন্য প্রয়োজন ১০৪ রান। হাতে আছে ১০ টি ওভার এবং ৬টি উইকেট। এরমধ্যে তখন ক্রিজে আছেন ধোনি ও হার্ডিক পান্ডিয়া। ধোনি মারলেন ২-১টা বাউন্ডারি। কেদার যাদব তো খেলল টেষ্ট ম্যাচ। শেষ ১০ ওভারে আসল মাত্র ৭২ রান। ভারত শেষ কবে শেষ দিকে রান তাড়া করতে নেমে এভাবে খেলেছে সেটাই হয়তো অনেকে মনে করতে পারবে না।

ভারতের শেষ দিকের এই মন্থর ব্যাটিং জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। ভারতের এমন ব্যাটিংয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের ভক্তরাও ক্ষুব্ধ। সেই সাথে ক্ষুব্ধ অবাক অনেক ক্রিকেট বিশেষজ্ঞও।

ইংল্যান্ড ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক গ্যারি লিনেকার এই ম্যাচ নিয়ে বলেন, ভারতের শেষটা ছিল অদ্ভুত। শেষের কয়েক ওভার ছাড়া ম্যাচটা দারুণ ছিল।