মাশরাফির বিকল্প এখনো কাউকে পাইনি: রোডস

আগেই ঘোষণা দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। কিন্তু এই শেষ বিশ্বকাপটা একেবারেই রাঙাতে পারছেন না বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন মাশরাফি মর্তুজা।

৭টি ম্যাচ খেলেছেন। উইকেট পেয়েছেন মাত্র একটি। বাজে পারফর্মেন্সের কারণে তার সমালোচনা হচ্ছে প্রচুর। অনেকেই মাশরাফিকে অবসর নেয়ার জন্য বলছেন। করছেন সমালোচনা।

তবে ভিন্ন কথা বললেন টাইগার কোচ স্টিভ রোডস। এখনো মাশরাফিকে বদলি করার মত বোলার খুঁজে পায়নি বাংলাদেশ এমনটাই মনে করেন স্টিভ রোডস। সেজন্য তার বিকল্প বোলার খুজে পেতে এখনই মাঠে নামতে হবে বলে মনে করেন তিনি।

ভালোমানের পেসার খুঁজে বের করতে টেস্ট ক্রিকেটে যে পদ্ধতি অবলম্বন করে আসছে বাংলাদেশ দল, সেই পদ্ধতি ওয়ানডেতেও চাইছেন রোডস।

রোডস বলেন, “আমাদের কাছে তেমন মানের বোলার থাকতে হবে যে মাশরাফির বিকল্প হতে পারে। এটা সকলেই ভুলে যায়। আমাদের কাছে এমন কোন বোলার নেই যে মাশরাফির রিপ্লেস হতে পারে।”

“আমরা টেস্ট ক্রিকেটের জন্য যেভাবে চেষ্টা করছি, ওয়ানডে ক্রিকেটেও সেভাবে মাশরাফির মানের বোলার তৈরি করতে হবে।”