রোহিতের ধন্যবাদ পাচ্ছেন রোহিত

ম্যাচের তখন ৫ম ওভারের খেলা চলছে। মুস্তাফিজ বোলিং করছেন। ব্যাটিংয়ে রোহিত শর্মা। ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিলেন রোহিত।

বল উড়ে যাচ্ছে তামিমের কাছে। এমন ক্যাচ তো তামিমের মিস করার কথা না। হয়তো এটাই ভাবছিলেন রোহিত।

কিন্তু অবিশ্বাস্য সেই কাজটি করলেন তামিম ইকবাল। ছেড়ে দিলেন দিনের প্রথম সবচেয়ে সহজ সুযোগটি। আর ভয়ানক রোহিত বেঁচে গেলেন মাত্র ৯ রানের মাথায়।

এই ক্যাচ মিসের পর রোহিত করেন ভারতের পক্ষে সর্বোচ্চ রান। তিনি করেন ১০০ রান। আর বাংলাদেশ হারে এই ম্যাচে ২৮ রানে।

এমন একটি ম্যাচে ক্যাচ মিসের জন্য তামিমকে ধন্যবাদই দিয়েছেন রোহিত শর্মা। এই জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ভারতীয় এই তারকা।

রোহিত বলেন, হ্যা, আমি ভাগ্যবান ছিলাম। তবে এটাও সত্য যে ভাগ্য সহাসীদের পক্ষে থাকে। আমি মাঠের দৈর্ঘ্য নিয়ে ভাবছিলাম না। কারণ, আমি পাঠ পার করতে চাচ্ছিলাম। একবার উইকেটে সেট হয়ে গেলে ব্যাটসম্যানদের চাপে রাখাটাই আমার পরিকল্পনা।