শেষ ম্যাচে কিংবদন্তি হওয়ার সুযোগ গেইলের, তিন রেকর্ড ভাঙার সুযোগ

বিশ্বকাপে আজকের ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। টুর্নামেন্ট থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে এই দুই দলের। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ তাও ম্যাচ জিতেছে। কিন্তু এখন পর্যন্ত ৮ ম্যাচের আটটাই হেরেছে আফগানিস্তান।

সব হারানো দুই দলের এই ম্যাচে তিনটি রেকর্ডের সামনে দাড়িয়ে আছে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। কি সেই তিন রেকর্ড?

১. ওয়েস্ট ইন্ডিজ তারকাদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি তিন সেঞ্চুরি ভিব রিচার্ডসের। গেইলের সেঞ্চুরি ২টি। আজকে সেঞ্চুরি করলেই সাবেক গ্রেটকে স্পর্শ করবে ইউনিভার্স বস।

২. বিশ্বকাপে ক্যারিবিয়দের পক্ষে সবচেয়ে বেশি রান লারার। তার রান ১২২৫। এই রান স্পর্শ করতে গেইলের প্রয়োজন আর মাত্র ৪৭ রান।

৩. ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে গেইলের রান ১০ হাজার ৩৩১। আর মাত্র ১৮ রান করলেই তিনি লালাকে টপকে যাবেন। হবেন ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক।