সেমিতে যেতে চাইলে চার অসম্ভব সমীকরণ মেলাতে হবে পাকিস্তানের

ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে পাকিস্তানের নজর ছিল। কেননা ওই ম্যাচে অনেক কিছু নির্ভর করছিল তাদের জন্য। কিন্তু সেটা আর হল কই। নিউজিল্যান্ড হেরে যাওয়ায় স্বপ্ন ভঙ্গ হল পাকিস্তানেরও।

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে। গতকাল নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে হারার সাথে সাথেই বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের।

কিন্তু না, এখনো যদি কেউ সমীকরণ খুজে পাকিস্তানের জন্য তাহলে তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। সমীকরণ আছে এখনো। কিন্তু সেই সমীকরণ দেখলে আবার যে কেউই মাথা ঘুড়ে পরে যেতে পারে।

চারটি সমীকরণ রয়েছে পাকিস্তানের সেমিতে পৌছানোর জন্য। এই চার সমীকরণ হল-

১. পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ৩৫০ রান করলে বাংলাদেশকে ৩১১ রানে হারাতে হবে।

২. পাকিস্তান প্রথমে ৪০০ রান করলে বাংলাদেশকে ৩১৬ রানে হারাতে হবে।

৩. পাকিস্তান প্রথমে ৪৫০ রান করলে বাংলাদেশকে ৩২১ রানে হারাতে হবে।

৪. যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তাহলে পাকিস্তানকে কোন বল মোকাবেলা না করেই বাংলাদেশকে হারাতে হবে। অর্থাৎ পুরো ৫০ ওভার হাতে রেখে জিততে হবে।

এই সমীকরণ গুলো দেখলে দেখা যাচ্ছে যে, চার নম্বর সমীকরণ মেলাতে হলে বাংলাদেশের প্রথমে ব্যাটিং করে ০ রানে অলআউট হতে হবে। এরপর পাকিস্তান ব্যাটিংয়ে নামার পর প্রথম বলটিই নো বল বা ওয়াইড হতে হবে।

আর বাকি গুলো? বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের মত দলের যেমন ৩৫০/৪০০ করা স্বপ্ন, তেমনি বাংলাদেশকে ৩১১/৩১৬ রানে হারানোটাও স্বপ্ন।