ঢাকাস্থ প্রিয় ভূঞাপুরবাসী, আস্সালামু আলাইকুম। আপনারা জেনে আনন্দিত হবে যে, আগামী ০৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখ রোজ শুক্রবার ভূঞাপুর উপজেলা সমিতি, ঢাকা কর্তৃক ‘ঈদ পুনর্মিলনী’ আয়োজন করতে যাচ্ছে। ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানের অংশ হিসাবে ঢাকায় অবস্থানরত ভূঞাপুরবাসীর সন্তান যারা এ বছর এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, তাদেরকে সমিতির পক্ষ থেকে সংর্বধণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যারা ইচ্ছুক, তারা নিম্নোক্ত তথ্য সম্বলিত আবেদন ও পাসপোর্ট সাইজের এক কপি ছবি; ইন্টারনেট হতে প্রিন্ট করা মার্কসীটের একটি কপিসহ আগামী ২৫ আগস্টের মধ্যে সমিতি ও সমিতি সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রতিনিধির মাধ্যমে পৌঁছাতে অনুরোধ জানানো হলোঃ
১. আগ্রহী শিক্ষার্থীর নামঃ
২. পিতার নামঃ
৩. মাতার নামঃ
৪. স্থায়ী ঠিকানাঃ
৫. ঢাকা বসবাসের ঠিকানাঃ
৬. মোবাইল নম্বরঃ
৭. স্বাক্ষর ও তারিখ
‘ঈদ পুনর্মিলনী’ উদযাপন উপ-কমিটি।