মাতৃভাষাকে ভালোবাসতে হলে, অন্য ভাষাকেও শ্রদ্ধা দেখাতে হবেঃ জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, বিশ্ব সাহিত্য ভাণ্ডার স্পর্শ করতে হলে মাতৃভাষার পাশাপাশি ভিনদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। বাংলা ভাষায় অনুবাদ আরও বাড়াতে হবে। মাতৃভাষার প্রতি ভালোবাসা মানে, অন্য ভাষাকে অবহেলা নয়। মাতৃভাষাকে ভালোবাসতে হলে, অন্য ভাষাকেও শ্রদ্ধা দেখাতে হবে।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভিন্নমাত্রা প্রকাশনীর পঁচিশটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, মাতৃভাষার পাশাপাশি শিশুদের অন্তত আরও দুটি ভাষায় দক্ষতা অর্জন জরুরি। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কারণ, বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে না পারলে, মাতৃভাষায় দক্ষতা অর্জন সম্ভব নয়।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত।

এদিকে প্রকৌশলী মইনুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন, কবি ডক্টর সৈয়দ আজিজ, ডক্টর ইমদাদুল হক খান, সুনীল শুভরায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, সুলতান মাহমুদ, জেসমিন নুর প্রিয়াংকা, মিয়াজী হুদয়, মাসুম বিল্লাহ প্রমুখ।