একই দিনে বাবা হলেন সাকিব-রিয়াদ

একই দিনে বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন সাকিব। এবং দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এবং মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি দু’জনেই সুস্থ ভাবে সন্তান জন্ম দিয়েছেন। এবং দু’জনেই সুস্থ আছেন।

স্ত্রী ও সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অন্যদিকে বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান। এর আগে গত ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।