করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলে সামাজিক দূরত্ব বজায় রাখতে পথচারীদের লাঠিপেটা করেছেন পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন।
মঙ্গলবার দুপুরে শহরের নিরালা মোড়, পার্ক বাজার, ছয়আনি বাজার, ফলপট্টি, ভিক্টোরিয়া রোর্ড, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অযথা ঘুরাঘুরি করায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। পরে পুরাতন বাসস্ট্যান্ড এরিয়াতে সতেচনতামুলক প্রচার প্রচারনা চালানো হয়। তবে তার এ ধরনের কার্যক্রম বিধি সঙ্গত হয়নি বলে উপজেলা প্রশাসন জানায়। তবে অনেকেই এটিকে ভালো উদ্যাগ বলে মনে করেছেন।
এ বিষয়ে কাউন্সিলর আমিনুর রহমান আমিন বলেন, করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশেই মহামারির সৃষ্টি হয়েছে। কিন্তু টাঙ্গাইলের মানুষ অপ্রয়োজনীয় ভাবে কোন কারণ ছাড়াই বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করছিলো। মূলত সামাজিক দূরত বজায় রাখতে এবং সমাজ ব্যবস্থার ভালোই জন্যই এ কার্যক্রম পরিচালনা করা হয়। যদি আমার এই কার্যক্রমে কেউ যদি কষ্ট পেয়ে হয়ে থাকে তাহলে আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।
তিনি আরো বলেন, আমি জনগণকে অনুরোধ জানাই জরুরি প্রয়োজন ছাড়াই যাতে কেউ বের না হয়। প্রয়োজনীনে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খান আহমেদ শুভ, পৌরসভার প্যালেন মেয়র সাইফুজ্জামান সোহেল প্রমুখ।