টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত

৭৭ জনের নমুনা সংগ্রহ করা হলেও মাত্র একজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে থেকে।

শনাক্ত করার পাশাপাশি কোথা থেকে তিনি সংক্রমিত হয়েছেন সেটা বের করাও এ রোগ প্রতিরোধের জন্য জরুরি। তাই চিকিৎসকরা সে বিষয়েও খোঁজ খবর নিয়ে থাকেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজলার এক মধ্য বয়সী ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট হাতে পৌঁছেছে।

“আক্রান্ত ওই ব্যাক্তি গত তিনদিন আগে নারায়ণগঞ্জ থেকে অসুস্থ হয়ে বাড়ি আসেন।”

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ কভিড-১৯ রোগ বেশ কিছুদিন আগেই বিশ্বে মহামারী আকার ধারণ করেছে বলে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও এ রোগ দিন দিন বিস্তার লাভ করছে।

মঙ্গলবার পর্যন্ত দেশে ১৬৪ জন এ রোগে আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে ১৭ মারাও গেছেন।