দেশের করোনা পরিস্থিতি বুঝতে অন্তত ৫ লাখ পরীক্ষা জরুরি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়বে বলে বিশেষজ্ঞ চিকিৎসেকরা আশঙ্কা করছেন।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে ব্যাপক হারে ভাইরাসটির পরীক্ষা বাড়ানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হবে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৫ লাখ মানুষের পরীক্ষা করা হলে দেশে করোনার অবস্থার বোঝা যাবে। এ পর্যন্ত মাত্র ৪ হাজার মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।

বর্তমানে ঢাকায় রয়টি এবং ঢাকার বাইরে সাতটি ল্যাবে শনাক্তকরণ পরীক্ষা চলছে। আজ ঢাকার বাইরে আরেকটি ল্যাব চালু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখা দিয়েছে। তাই শনাক্তকরণ পরীক্ষার পরিধি সারাদেশে বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, কয়েক হাজার মানুষের পরীক্ষা করে কিছুই বোঝা যাবে না। কয়েক লাখ শনাক্তকরণ পরীক্ষা হলে দেশে আক্রান্তের হার বোঝা যাবে।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, কয়েক লাখ মানুষের পরীক্ষা করা হলে দেশে করোনার সার্বিক অবস্থা বোঝা যাবে। এদিকে সুস্থরা ফের আক্রান্ত হওয়ায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাদারীপুরের একজন রোগী সুস্থ হয়ে ওঠার পর আবার আক্রান্ত হয়েছেন।