আজ সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্ত ৬২১ জনের মধ্যে শুধু ঢাকা নগরীতে রোগীর সংখ্যা ৩১৩ জন। যা মোট আক্রান্তের ৫০ ভাগ।
রবিবার (১২ এপ্রিল) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য তুলে ধরে।
ঢাকা বিভাগ
আইইডিসিআর’এর তথ্য অনুযায়ী, আক্রান্ত ৬২১ জনের মধ্যে শুধু ঢাকা নগরীতে রোগীর সংখ্যা ৩১৩ জন। এছাড়া ঢাকা জেলার অন্য স্থানে ২২ জন, গাজীপুরে ২৩ জন, কিশোরগঞ্জে ১০ জন, মাদারীপুরে ১৯ জন, মানিকগঞ্জে পাঁচজন, নারায়ণগঞ্জে ১০ জন, মুন্সীগঞ্জে ১৪ জন, নরসিংদীতে চারজন, রাজবাড়ীতে ছয়জন, টাঙ্গাইলে দুইজন, শরিয়তপুরে একজন এবং গোপালগঞ্জে তিনজন রয়েছেন।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামে ১২ জন, কক্সবাজারে একজন, কুমিল্লায় নয়জন, ব্রাহ্মণবাড়িয়ায় ছয়জন, লক্ষ্মীপুরে একজন, চাঁদপুরে ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগ
সিলেট বিভাগের চার জেলার মধ্যে তিনটিতেই করোনার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে রোগী পাওয়া গেছে।
রংপুর বিভাগ
রংপুর বিভাগে রংপুর জেলায় দুইজন, গাইবান্ধায় ছয়জন, নীলফমারিতে তিনজন, লালামনিরহাটে একজন এবং ঠাকুরগাঁওয়ে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
খুলনা বিভাগ
আইইডিসিআর’এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগে শুধু চুয়াডাঙ্গায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগ
এ বিভাগের ময়মনসিংহ জেলায় পাঁচজন, জামালপুরে ছয়জন, নেত্রকোনায় একজন এবং শেরপুরে দুইজন রোগী পাওয়া গেছে।
বরিশাল বিভাগ
বরিশাল বিভাগে মোট সাতজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে বরগুনায় তিনজন, পটুয়াখালীতে একজন এবং ঝালকাঠিতে একজন রয়েছে।
এদিকে দেশের গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।