ভারতকে ১ লাখ ৭০ হাজার পিপিই দিল চীন

করোনাভাইরাসের চিকিৎসায় ভারতকে ১ লাখ ৭০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে চীন। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পোশাক হিসেবে ব্যবহৃত হয় পিপিই।

চীনের পাশাপাশি সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানির কাছে ৮০ লাখ পুর্ণাঙ্গ পিপিই চেয়েছে ভারত। ১১ এপ্রিলের মধ্যে চালানটি সরবরাহ করা হবে জানা গেছে। রয়টার্স।

চিকিৎসা সরঞ্জামের জন্য ভারত কেবল বিদেশের ওপর ভরসা করে নেই। তারা দেশেই পিপিই ও এন ৯৫ মাস্ক উৎপাদন করছে। সেগুলো দেশের হাসপাতালগুলোতে পাঠানো হবে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। বিশেষ করে যেসব রাজ্যের করোনার সংক্রমণ বেশি।

ভারতে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি এখন মহারাষ্ট্রে। সব মিলিয়ে দেশটিতে ৪ হাজার ৭৭৮ জনের নিশ্চিত সংক্রমণের খবর পাওয়া গেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে মৃতের সংখ্যা ১৩৬।

এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৬৮৯। বিশ্বের ৮২ হাজার ৭৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ২ হাজার ১৪২ জন।