নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার সব (নয়টি) ইউনিয়নকে লকডাউন ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে ওই লকডাউন ঘোষনা করা হয়। সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ওই চিকিৎসকের বাড়ি ঢাকায়। তিনি গত ২৫ মার্চ ছুটিতে ঢাকা গিয়েছিলেন। ৩ এপ্রিল ঢাকা থেকে ফিরে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছিলেন। এ অবস্থায় তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে পড়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (৬ এপ্রিল) জেলার করোনা সন্দেহে সাত জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। ওই সাত জনের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসকের পজিটিভ প্রতিবেদন মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগে আসে। তাকে উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সিভিল সার্জন বলেন, ‘ওই চিকিৎসকের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের চিহ্নিত করার কাজ চলছে। এছাড়া স্বাস্থ্য কেন্দ্রে যারা আছেন তাদের কোয়ারেন্টিন করা হবে।’