করোনায় ফ্রান্সে একদিনে ১৪১৭ জন মৃত্যুর রেকর্ড

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে একদিনে ১৪১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ১০০০ জনের বেশি এবং নার্সিং হোমগুলোতে আরও ৪০০ জনের বেশি মারা গেছে। মৃত্যুর হার ১০ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। খবর বিবিসির।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ফ্রান্সে মোট মৃত্যুর সংখ্যা আট হাজার ১০৩২৮ জন এবং মোট আক্রান্ত ৯৮ হাজার ৯৪৮ জনে দাঁড়িযেছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন সতর্ক করে বলেছেন, আমরা এখনও এই মহামারীর চূড়ায় পৌঁছাইনি। পথটি অনেক দীর্ঘ।