‘নিজ নিজ ঘরকেই মসজিদ বানিয়ে নিন’

করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে ২১ দিনের লকডাউনে রয়েছে গোটা ভারত। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে, এটি আরও বাড়ার সম্ভাবনাই বেশি।

এই লকডাউনের কারণে প্রায় বন্ধের পরিক্রম হয়েছে বিভিন্ন মসজিদ। যেহেতু ঘর থেকে বের হওয়ার অনুমতি নেই, তাই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছে না কেউ। এটি মেনে নিতে কষ্ট হচ্ছে ভারতের ধর্মভীরু মুসলিমদের।

এমন অবস্থায় এ বাস্তবতা মেনে নেয়ার পরামর্শই দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। এক ভিডিওবার্তায় সবাইকে পরামর্শ দিয়েছেন মসজিদে না গিয়ে, নিজ নিজ ঘরকেই মসজিদ বানিয়ে নিতে।

দারুণ উদাহরণ দিয়ে এ কথা বুঝিয়েছেন ইরফান। তিনি বলেন, ‘এমনটা ভাববেন না যে, মসজিদে যেতে নিষেধ করা হয়েছে। বরং এমনটা ভাবুন যে, ঘরকেই মসজিদে রূপান্তর করতে বলা হয়েছে। আমাদের মতোই আমাদের ঘরও এখন গুনাহগার। আসুন ঘরকে পরিশুদ্ধ করি। কিছুদিন ঘরেই নামাজ পড়ি।’

উল্লেখ্য, ভারতের মতো পুরোপুরি লকডাউন না করা হলেও আমাদের দেশে প্রতি ওয়াক্তে অনধিক ৫ এবং জুমার নামাজে অনধিক ১০ জন মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে উৎসাহিত করা হয়েছে।