পুরান ঢাকায় করোনায় মৃত্যু ৮ জনের, আক্রান্ত অর্ধশত

ঢাকায় নভেল করোনাভাইরাস রোগী বাড়তে থাকার মধ্যে ঘনবসতিপূর্ণ পুরান ঢাকার এলাকাগুলোতে ৬৬ ব্যক্তি আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে আটজনের।

পুরান ঢাকার ১০টি থানা এলাকার মধ্যে শুধু শ্যামপুরে এখনও কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

বাকি নয় থানা মিলিয়ে মোট ৬৬ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বংশাল ও চকবাজার থানা এলাকায়, ১১ জন করে। এরপরে রয়েছে ওয়ারি ও হাজারীবাগ থানা, ১০ জন করে আক্রান্ত হয়েছে এসব থানা এলাকায়।

মৃতদের মধ্যে সূত্রাপুরে তিনজন, চকবাজারে দুজন এবং ওয়ারি, লালবাগ ও গেন্ডারিয়ার একজন রয়েছেন।

অতি সংক্রামক এই ভাইরাসের বিস্তার ঠেকাতে পুরান ঢাকার তিন শতাধিক ভবন ‘লকড-ডাউন’ করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

রোববারও বেশ কয়েকজন করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছেন তারা।