স্পেনে একদিনে কেড়ে নিল ৭৪৩ প্রাণ

প্রাণঘাতী করোনায় আ’ক্রান্ত হয়ে স্পেনে মা’রা গেছেন আরও অন্তত ৭৪৩ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুর সংখ্যা ১৩ হাজার ৭৯৮ জন। এছাড়া দেশটিতে করোনা সংক্র’মণও বেড়েছে। মোট আ’ক্রান্ত ১ লাখ ৪০ ৫১০ জনে পৌঁছেছে।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মারিয়া জোসে সিয়েরা বলেছেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর সংখ্যাও কমে এসেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় গিরোনার জোসেফ ট্রুয়েটা হাসপাতালের নার্স মারি অ্যাঞ্জেলস রদ্রিগেজ বলেন, গত দুই সপ্তাহ ধরে উল্লেখযোগ্যসংখ্যক রোগী কমে এসেছে।

তিনি বলেন, তারপরও হাসপাতালের আইসিইউতে রোগী এখনও বেশি। কারণ হিসাবে রোগীদের কমপক্ষে ১৪ দিন আইসিইউতে রাখার কথা বলেন মারি অ্যাঞ্জেলস। প্রত্যেক নতুন রোগীকে আইসিইউতে দীর্ঘ সময় ধরে রাখতে হচ্ছে।

সূত্র: রয়টার্স।