জাপানে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় হেইশেন

জাপানে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় হেইশেন। ফলে ইতোমধ্যেই দুই লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানার কথা।

রোববার সিএনএন-এর আবহাওয়ার সংবাদে ওই ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি ৩ মাত্রার বলে উল্লেখ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে জাপানে এ নিয়ে দু’টি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে।

এদিকে, ঘূর্ণিঝড় হেইশেনের প্রভাবে ইতোমধ্যেই জাপানে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ঘণ্টায় ১শ মাইলের বেশি বেগে প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছে।

রোববার জাপানের পূর্ব কিউসু এলাকায় অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি। অপরদিকে সোমবার এটি দক্ষিণ কোরিয়ায় আঘাত হানার কথা। এদিকে, ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় ইতোমধ্যেই জাপানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারখানা, স্কুল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

এছাড়া কয়েকশ বিমানের ফ্লাইট এবং ট্রেন সেবাও বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের বিষয়ে লোকজনকে সতর্ক করতে রোববার জরুরি বৈঠক ডেকেছে জাপান সরকার।

এর আগে মেইসাক নামে আরও একটি ঘূর্ণিঝড় জাপানে তাণ্ডব চালিয়েছে। ওই ঘূর্ণিঝড়টি ছিল ক্যাটাগরি ৪ মাত্রার। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় কমপক্ষে ১৩০ মাইল।