ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক উধাও

দিনাজপুরের ফুলবাডী উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিক অবৈধ বিল্ডিং এ ডাক্তারি ব্যবস্থাপত্র সহ প্যাথলজির ব্যবসা বহুদিন যাবৎ চালিয়ে আসছে।

এদিকে আজ রবিবার দুপুর সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল আলম সুমন এ ব্যাপারে অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা খায়রুল আলম সুমন এর আগমন টের পেয়ে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নূর আলম চৌধুরী জয় পালিয়ে যায়। ডায়াগনস্টিক সেন্টার থেকে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়। জানা গেছে ইতিপূর্বে একই কারণে নূর আলম চৌধুরী জয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল আলম সুমন বলেন, ক্লিনিকের বৈধ কোন প্রকার কাগজপত্র না থাকায় ক্লিনিকটি সিলগালাসহ ক্লিনিকে ব্যবহৃত দুইটি যন্ত্র জব্দ করা হয়েছে। ক্লিনিকের পরিচালককে আটক করা সম্ভব হয়নি।