বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি’র নব উপাচার্যের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য যোগদানকারী উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুব।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই আজ রবিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির জনকের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুব।

ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে বিশেষ দোয়া-মোনাজাত করেন। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মচারী সমিতি, কর্মকর্তা সমিতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভিাগের চেয়ারম্যান সহ শিক্ষকগন, বিভিন্ন দপ্তর প্রধানগণ ও ছাত্রলীগ উপাচার্যের সাথে ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. বি কে বালা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম খান, মানবিকী অনুষদের ডিন মোহাম্মাদ আশিকুজ্জামান ভূঁইয়া। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও টুঙ্গিপাড়া পৌর আওয়ামীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ আওয়ামীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুব মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন।

গত ২রা সেপ্টেম্বর রোজ বুধবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. এ. কিউ. এম মাহবুবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ০৪ (চার) বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়।