রয়েছেন ফর্মের তুঙ্গে, যেন ৪০ বছর বয়সেই মোহাম্মদ হাফিজ পার করছেন ক্যারিয়ারের সেরা সময়। তবে দারুণ ফর্মে থেকেও বোর্ড থেকে প্রত্যাশিত মূল্যায়ন পেলেন না। আর তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ হাফিজ।
অভিজ্ঞ ও তারকা এই ক্রিকেটার টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে আলো ছড়াচ্ছেন নিয়মিতই। গত বছর তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। এরপর মাসিক ১ লাখ রুপি ক্যাটাগরিতে বোর্ড তাকে চুক্তিবদ্ধ করতে চাইলেও তিনি রাজি হননি।
এবার অবশ্য কেন্দ্রীয় চুক্তিতেই ঠাই পেয়েছিলেন, তবে তা সবচেয়ে নিচের ক্যাটাগরিতে। অভিমান ও অপমানে হাফিজ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এমনই দাবি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর।
উল্লেখ্য, হাফিজও টি-টোয়েন্টিতে বছরটা কাটিয়েছেন স্বপ্নের মতো। গত ১২ মাসে এই ফরমেটে ডেডিভ মালানের পর সবচেয়ে বেশি রান করেন এই ব্যাটসম্যান। মালানের রান ছিল ৩৮৬, হাফিজের ৩৩১।