এটিএম শামসুজ্জামানের ইচ্ছা ছিল লেখক হওয়ার কিন্তু বাবা চেয়েছিলেন তাকে উকিল বানাতে। অভিনয় শুরুর পর বাবা নুরুজ্জামান তাকে বাড়ি থেকেই বের করে দিয়েছিলেন। তখন পাশের গলির এক বাসায় থাকতেন তিনি। বলছিলাম কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের কথা যিনি চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সর্বত্র।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সূত্রাপুরের ৪৬ দেবেন্দ্রনাথ দাস লেনের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা এটিএম শামসুজ্জামান।
ছোটবেলা থেকেই সিনেমার পোকা ছিলেন এটিএম শামসুজ্জামান। প্রথম সিনেমা দেখেছিলেন মায়ের সঙ্গে, নিউ পিকচার হাউসে। মায়ের সঙ্গে সিনেমা দেখতে দেখতেই অভিনয়ের প্রতি দুর্বলতা তৈরি হয়েছিল। সেই থেকেই অভিনয়ে আসা। জীবনের শেষ মুহূর্তেও অভিনয় করতে চেয়েছিলেন তিনি।
আক্ষেপ করে এটিএম শামসুজ্জামান বলেন, দেশ যখন স্বাধীন হলো ভারত থেকে তখনকার প্রথম পরিচালক হলেন রাজেন তরফদার। ‘পালঙ্ক’ সিনেমা নিয়ে এসেছিলেন, তিনি আমার খোঁজ নেননি। তারপর ঋত্বিক ঘটকও আমার খোঁজ নেননি। ভালো অভিনেতা হওয়ার সুযোগই আমার কপালে জুটেনি।