সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপিই এখন স্বীকার করেছে যে অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে বিএনপি বলেছিল সরকার করোনার ভ্যাকসিন আনতে পারবে না এখন তারাই চুপি চুপি ভ্যাকসিন নিচ্ছেন। অসম্ভব একটি কাজ করেছেন শেখ হাসিনা বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দিনব্যাপী শীতবস্ত্র ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণকালে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, এক সময় কলেরা ও বসন্তের ওষুধ ছিল না। এখন স্যালাইন ও টিকা আবিষ্কার হওয়ার পর দেশে কলেরা, ডায়রিয়া নেই। আমরা করোনাকে মোকাবেলা করেছি, আরও করে যাবো। আমাদের কাণ্ডারি রয়েছেন শেখ হাসিনা।
এসময়, তিনি উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এক হাজার দুইশত জনকে কম্বল ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ চার লাখ দশ হাজার টাকা বিতরণ করেন।